নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বংকী ফাযিল (ডিগ্রি) মাদরাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদার ও তাঁর সন্তানকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী মাদরাসার সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়।


ওই শিক্ষকের কর্মরত মাদরাসা ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে অভিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক আবদুল গফুর মিয়া, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, বেড়বাড়ী মাদরাসার সুপার কামরুজ্জামান, প্রবাসী ইউনাইটেট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম. সালমান কবির প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা হুমকিদাতাদের গ্রেপ্তারে তিন দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুসিয়ারি দেওয়া হয়।
প্রসঙ্গত: গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নাম্বার থেকে প্রতিমা বংকী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদারের নিকট ৭ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেওয়া হলে তাঁর একমাত্র সন্তান শাহরিয়ার হক তূর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরেরদিন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষক। দীর্ঘদিনেও পুলিশ এ বিষয়ে কোন রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।