নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কোচ আদিবাসীদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কোচ আদিবাসী সংগঠন, কোচ আদিবাসী যুব সংগঠন ও ছাত্র সংগঠন এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মহেন্দ্র কোচ, সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচ বলেন, আদিবাসী মুক্তিযোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্তি ও স্বীকৃতি, সকল মন্ত্রণালয়ে আদিবাসীদের সম বরাদ্দ, সমতল আদিবাসীদের জন্যে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের সুরক্ষায় আদিবাসী অধিকার আইন প্রণয়ন করতে হবে।

