21 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুক্তিযোদ্ধা

সখীপুরজয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুক্তিযোদ্ধা

নিজস্ব প্র‌তি‌বেদকঃ রোববার সন্ধ্যা ৭টা। সখীপুর উপ‌জেলার আমতৈল পূর্বপাড়া গ্রা‌মে ২নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নের নৌকা প্রতীকের পথসভা চল‌ছিল। পথসভায় সভাপতিত্ব করছি‌লেন ওই এলাকারই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারী। সভাপ‌তির নির্ধা‌রিত বক্তব্য দি‌চ্ছি‌লেন আবদুল মালেক মেলেটারী। বক্ত‌ব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব‌লেই তি‌নি ব‌সে প‌ড়লেন। ঢ‌লে পড়‌লেন মৃত্যুর কো‌লে। ওই পথসভ‌ায় উপ‌স্থিত একা‌ধিক কর্মী সমর্থক জ‌ানান, বক্তব্যের শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারী দ্রুত ব‌সে প‌ড়েন। ব‌সে পড়ার পাঁঁচ মিনিটের মধ্যেই তিনি হৃদরো‌গে আক্রান্ত হন এবং সেখা‌নেই মৃত্যুবরণ করেন। প‌রে সভায় উপ‌স্থিত নেতাকর্মীরা তাঁ‌কে উদ্ধার ক‌রে দ্রুত উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। সেখা‌নে কর্তব্যরত চি‌কিৎসকও তাঁ‌কে মৃত ঘোষণা ক‌রেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারীর এমন মৃত্যু‌তে প‌রিবার, এলাকা ও মু‌ক্তি‌যোদ্ধা‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।  প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা আবদুল মালেকের ছে‌লে কা‌দের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা ছি‌লেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছি‌লেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দি‌তে দি‌তেই তাঁর মৃত্যু হ‌লো। আ‌বে‌গে আপ্লুত কাদের হাসান আরও ব‌লেন, স্বপ্নেও ভাবিনি বাবার মুখে এটাই ছিলো আমাদের শোনার মতো শেষ কথা! ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু আজকের পত্রিকাকে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে। পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার বিকেল ৩টায় জানাজা শে‌ষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারীর লাশ দাফন করা হ‌বে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles