নিজস্ব প্রতিবেদকঃ “১৮ এবং ২১ এর আগে বিয়ে নয়, আমরা করবো বিশ্ব জয়” এই স্লোগানকে টাঙ্গাইলের সখীপুরে শিশু বিবাহ প্রতিরোধে কার্যকর মনিটরিং, পদক্ষেপ গ্রহণ ও সমাজের করণীয় বিষয়ক মিথস্ক্রিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা কেএনএইচ (KNH)-জার্মানির অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে পৃথকভাবে বড়চওনা সাব-অফিস ও মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ককর্মকর্তা মফিজুল ইসলাম, সমাজসেবা অফিসার মনসুর আহম্মেদ, কাকড়াজানা ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক মি. গ্যাব্রিয়েল রোজারিও, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব দাস, প্রোগ্রাম ম্যানেজার মি. ইউনূস সাংমা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, কোন অবস্থাতেই শিশুদের বাল্যবিয়ে দেওয়া যাবেনা। এতে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি শিশু অধিকার উন্নয়ন নিশ্চিত করতে হলে পিতা মাতা ও সন্তানদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি পেশার লোকের কাছে শিশু বিবাহ বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়। কর্মশালায় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সিএলএ সদস্য ও প্রজেক্ট স্টাফ সহ ৭৫ জন অংশ গ্রহণ করেন।


