নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সরকারি খাস জমিতে মাটি ফেলার অপরাধে শহিদুল ইসলাম নামের এক ভেকু মালিককে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আবদুল হকের ছেলে। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্থ দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কচুয়া বাজার সংলগ্ন সরকারি খাস জমিতে মাটি ফেলছিল। পরে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।


