নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কালের কণ্ঠের যুগপূর্তি উপলক্ষে মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়েছ কালের কন্ঠ শুভ সংঘ। সোমবার সকালে আল-ইহসান জেনারেল হাসপাতালে হাজেরা বেগম নামের এক অসহায় রোগীকে রক্ত দেন শুভ সংঘের সদস্য ফিদেল সিকদার। এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের সভাপতি সুমন আহমেদ সূর্য, সাধারণ সম্পাদক রিজবী সিকদার শান্ত এবং অন্যান্য সদস্যরা। এর আগে উপজেলা ডাকবাংলো মিলনায়তনে কেক কাটা হয়। এবং বীর মুক্তিযোদ্ধা ফাতেমাকে সম্মাননা দেয় কালের কণ্ঠ শুভ সংঘ।


