21 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

জাতীয়সখীপুরে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সামাজিক কবরস্থানের কবর খুঁড়ে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ির এলাকার সামাজিক কবরস্থানের কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি হয়। জানা গেছে, সোমবার সকালে ফজরের নামাজের পর স্থানীয় হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে কবরস্থানে যান। এ সময় তিনি খেয়াল করেন, পাশের মোট ৪টি কবর খোঁড়া। ওইসব কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে। পরে কঙ্কাল চুরির বিষয়টি এলাকায় জানাজানি হয়। কাকড়াজান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল জানান, এটি আমাদের সামাজিক কবরস্থান। কবরগুলোতে ২-৩ মাস আগে লাশ দাফন করা হয়েছিল। আলামত দেখে বুঝা যাচ্ছে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এটিই প্রথম না, এর আগেও চুরি হয়েছে।
এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। ঘটনাটি প্রশাসনকে অবগত করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয় ভাবে জেনে প্রশাসনকে অবহিত করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া জানান, কঙ্কাল চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles