নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এতিম ও দুস্থদের মাঝে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ শওকত সিকদারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলহাজ্ব শওকত সিকদার বলেন, শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশেই বস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এ পর্যন্ত প্রায় দেড় হাজার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছেন- তারা একটু এগিয়ে এলে লাঘব হবে শীতার্ত মানুষের কষ্ট।

