নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।
এসময় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ চর্যা গবেষক আলীম মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গণি ও কেবিএম রুহুল আমীন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

