অনলাইন ডেস্কঃ সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেম আবু শফীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১০ মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সখীপুরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোসলেম আবু শফী উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সাংবাদিকতা শুরুর দিকে সাপ্তাহিক টাংগাইল লোককথায় কাজ করেন। এছাড়া দৈনিক জাহান (ময়মনসিংহ), দৈনিক সংবাদ ও দৈনিক যুগান্তরে কাজ করেছেন।
তিনি সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং আমৃত্যু এ পদে দ্বায়িত্ব পালন করেন।
তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন, কে জি কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সুশাসনের জন্য নাগরিক সখীপুরের সভাপতি, উদীচি শিল্পগোষ্ঠী সখীপুর শাখার আহ্বায়ক, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সদস্য ও দুর্নীতি দমন কমিশন সখীপুর শাখার সদস্য ছিলেন।
এছাড়া তিনি সরকারি মুজিব কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।
অকালপ্রয়াত এ সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্মরণ সভার আয়োজন করেছে সখীপুর প্রেসক্লাব। এদিন সকালে প্রেসক্লাবের সদস্যরা কালিয়ান পাড়ায় তার কবর জিয়ারত ও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

