নিজস্ব প্রতিবেদকঃ স্কুল ছাত্র শিহাব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় সখীপুর উপজেলার নলুয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলার যাদবপুর ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারখানেক শিক্ষার্থী অংশ নেয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার ও নিহত শিক্ষার্থী শিহাবের বাবা ইলিয়াস হোসাইন বক্তব্য দেন। এছাড়াও শিহাবের মা আসমা বেগম, শিক্ষাবিদ প্রফেসর আলীম মাহমুদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান, নজরুল ইসলাম নবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, রনি আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা শিহাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ২০ জুন টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবন থেকে ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই পরিবার শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল। স্কুল কর্তৃপক্ষ শিহাব আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। ঘটনার কয়েকদিন পর রবিবার বিকেলে ময়নাতদন্ত প্রতিবেদনে শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর পুলিশ ও র্যাব নয়জনকে আটক করে। সোমবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের ছয় শিক্ষকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন শিহাবের মা আসমা বেগম। পুলিশ মামলার আসামি আবু বক্কর কে গ্রেফতার দেখিয়ে অন্যদের ছেড়ে দেয়।
