নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরস্থ বহেড়াতৈল ইউনিয়ন সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সমিতির সভাপতি মেছের উদ্দিন মিয়ার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বহেড়াতৈলের ৪০ জন গণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার ফারজানা আলম বক্তব্য দেন। অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শরীফুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মোঃ আরিফুল ইসলাম, বাংলাদেশ সংসদ সচিবালয়ের চিফ একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার পাপিয়া মনোয়ারা, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সমিতির সাধারণ সম্পাদক রেনুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান,সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন প্রমুখ বক্তব্য।
