নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জমিতে হাল চাষের সময় ট্রাক্টরের ফালার আঘাতে সুমন আহমেদ (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে । সোমবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর চাকলাপাড়ার পাইনার বাঈদে এ দূর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় সুমন প্রতিবেশির জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় চালককে সহযোগিতা করার জন্য ট্রাক্টরে উঠে। এ সময় অসাবধানতায় চলন্ত ট্রাক্টরের ফলার নীচে পড়ে যায় সুমন। এতে তার দেহ খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার উপপরিদর্শক এসআই সজল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
