নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন । এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলা প্রশাসন ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আলীম মাহমুদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুসলিমা খাতুন, যাদবপুর ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, ওয়াদুদ হোসেন, সরকার নুরে আলম মুক্তা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডাঃ জাকির ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তাদের মধ্যে চালও বিতরণ করা হয়। এর আগে উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।