32.7 C
Dhaka
Tuesday, August 19, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে ভূত তাড়ানোর চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

সখীপুরসখীপুরে ভূত তাড়ানোর চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে কবিরাজের ভুল চিকিৎসায় তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা ওই গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। এ ঘটনায় পাশ্ববর্তী বেড়বাড়ী গ্রামের তাহের কবিরাজের ছেলে আসমান আলী কবিরাজের বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই দিনই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর হতেই তাসলিমা আক্তার মানসিক অসুখে ভুগছিলেন। তার উপর ভূতে আছর লেগেছে বলে দাবি করেন বেড়বাড়ী গ্রামের আসমান আলী নামের এক কবিরাজ। বেশ কিছুদিন ধরেই ওই কবিরাজ তাকে নানা ঝাড়ফুঁক দিচ্ছেন। সোমবার ওই কবিরাজ ভূত তাড়াতে পেয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছন্তের রস নাক দিয়ে ঢাললে তাসলিমা আক্তার অচেতন হয়ে পড়েন। পরদিন মঙ্গলবার তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাসলিমার স্বামী রাসেল আহমেদ বলেন, কবিরাজ ভূত তাড়াতে আমার স্ত্রীর নাক দিয়ে পেয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছন্তের রস ঢাললে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সে মারা যায়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর কারণ বুঝা যাবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles