নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপজেলার তিন মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে তিন মাসের কারাদণ্ড । বুধবার সন্ধ্যায় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম এ দণ্ড দেন। মাহমুদুল হাসান (২১), উপজেলার হামিদপু গ্রামের আলম মিয়ার ছেলে এবং একই নাজমুল (১৯) তৈলধারা গ্রামের বাসীন্দা আব্দুল মালেকের ছেলে। একই অপরাধে হামিদপুর গ্রামের ওমর আলীর ছেলে সবুজকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসার তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত, সড়ক পরিবহন আইনে বাঘেরবাড়ি গ্রামের বাসীন্দা বাদশা মিয়ার ছেলে সাব্বির হোসেনকে(২২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।