নিজস্ব প্রতিবেদক: সখীপুরে কয়েকটি সভায় যোগ দিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সদস্য। সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম সভাপতিত্ব করেন। সভায় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

পরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।