নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের গাড়িতে হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে ফেরার পথে স্থানীয় তালতলা চত্তরে এ ঘটনা ঘটে। তালতলা চত্তরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা চলছিল। সভা চলাকালে আযম খান গাড়ি নিয়ে তালতলা হয়ে যাওয়ার সময় ওই সভা থেকে তার গাড়িতে চেয়ার নিক্ষেপ করা হয়। পুলিশের সহযোগিতায় তিনি দ্রুত চলে যান। আযম খান অভিযোগ করেন, কর্মসূচি শেষে ফেরার পথে তালতলা চত্ত¡রে আসলে আওয়ামী লীগের সভা থেকে তাদের কর্মী-সমর্থকরা আমার গাড়িতে হামলা করে। এতে আমার গাড়ির গ্লাস ভেঙে যায়।
সখীপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মীর আবুল হাশেম অভিযোগ করেন, বিএনপির বিক্ষোভ কর্মসূচি শেষ করে ফেরার পথে আওয়ামী লীগের সভা থেকে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা আমাদের নেতার গাড়িতে হামলা করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহমেদ আলী বলেন,বিএনপি নেতার গাড়িতে আমাদের সভা থেকে হামলার কোন ঘটনা ঘটেনি।
