নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে মই থেকে পড়ে হারুন মিয়া (৪০) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবদুল মজিদের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে হারুন উপজেলার আন্দি এলাকায় একটি আবাসিক সংযোগ দিতে মই দিয়ে বিদ্যুৎ লাইনের খুঁটিতে ওঠে। মাইয়ে দাঁড়িয়ে সংযোগের কাজ করার সময় হঠাৎ সে নীচে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হারুনের সহোদর রিপন মিয়া জানান, এটি আবাসিক সংযোগে কাজ করতে গিয়ে মই থেকে পড়ে হারুন আহত হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
