নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলে পৌর মেয়রদের সংগঠন – মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কমিটি গঠিত হয়েছে। এতে দুই বছরের জন্য টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সভাপতি ও সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে বিশেষ সভায় ২৭ আগস্ট রাতে এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি হয়েছে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, যুগ্ম-সম্পাদক কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, কোষাধ্যক্ষ এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, সদস্য ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা মো. আব্দুর রহিম আহমেদ, ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশিদ মিয়া, ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকুল ও মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার। এর আগে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরকে জেলার সকল মেয়রদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অন্যদিকে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণার পর সখীপুর উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হচ্ছে।