নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে এক মুক্তিযোদ্ধা পরিবার। সমাজে এক ঘরে করে রাখা, মিথ্যা মামলা হামলা ও নির্যাতনের বিচার দাবিতে শুক্রবার সকাল ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীসহ তাঁর পরিবারের সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী অভিযোগ করেন, প্রতিবেশী এক মহিলার বাড়িতে হামলা মামলার সাক্ষী দেওয়ায় তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হামলা চালানো হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী সখীপুর পৌরসভার মুজিব কলেজ মোড় এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সমাজের মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক সোহেল রানা তাকে সমাজে এক ঘরে করা রাখা নির্দেশ দেন। তাঁরা আমার দোকান থেকে কিছু কিনতে ও আমার কিছু বিক্রি করতে নিষেধ করেছেন। বিভিন্ন ব্যক্তির কাছে গিয়েও কোন বিচার পাননি বলেও তিনি অভিযোগ করেন। তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে একজন মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা হিসেবে মিথ্যা মামলা ও হামলার বিচার দাবি করেন। সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী সাড়া দেননি। তবে বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, সমাজের ৪১ জন মানুষের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী ও তাঁর প্রতিবেশী হাসিনা ছয়টি মামলা করেছেন। তাঁকে সামাজিকভাবে এক ঘরে করা বা নিষিদ্ধ করা হয়নি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, সমাজে একজন বীর মুক্তিযোদ্ধাকে এক ঘরে করে রাখার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন উভয়পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা রয়েছে। এদিকে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম ও গণি কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে জুস পান করিয়ে তাঁদের অনশন ভাঙেন।
