নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডা হত্যা মামলার আসামি তার (অধ্যক্ষ জামালের) সহোদর মিনহাজুর রহমান মিন্টুসহ অপর এক আসামির ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী অধ্যক্ষের স্ত্রী পারভীন আক্তার। পারভীন আক্তার বলেন, মামলার রায়ে আমি সন্তুষ্ট। ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মালেককে ওরফে (শুকুর মিলিটারি) গ্রেপ্তার করে দুই আসামির ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি। তিনি মামলার খালাস পাওয়া তিন আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান। মামলায় খালাস প্রাপ্তরা হলেন অধ্যক্ষ জামালের সহোদর নান্নু মিয়া, আবদুল মালেকের সহোদর শমসের ও শ্যালক মাসুদ।
