নিজস্ব প্রতিবেদক: সখীপুর থেকে অপহৃত শিশু রীমাকে (৫) সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ওই শিশুকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই শিশুর সৎ চাচা ফেরদাউস হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপহরণের ঘটনায় রীমার বাবা রাসেল খান সখীপুর থানায় মামলা করেন।পুলিশ জানায়, অপহৃত শিশু রীমার বাবা রাসেল খান রাজবাড়ী উপজেলার সূর্যনগর এলাকার সিরাজ হাওলাদারের ছেলে। সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে কাঠ মিস্ত্রীর কাজ করেন। কয়েকদিন আগে রাসেল খানের সৎ ভাই ফেরদাউস হাওলাদার তার বাসায় বেড়াতে আসেন। গত রবিবার ফেরদাউস হাওলাদার শিশু রীমাকে ফুসলিয়ে অপহরণ করে সাভার হেমায়েতপুরে নিয়ে যায়। সেখানে একটি দোকানের সামনে রীমাকে রেখে সে দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখতে থাকেন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে লোকজন ভীড় করে। কাউকে না পেয়ে স্থানীয়রা শিশুটিকে গার্মেন্ট কর্মী আর্জিনার আক্তারের জিম্মায় দেন। পরে ফেরদাউস হাওলাদার রীমার বাবা রাসেল খানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পুলিশ পটুয়াখালীর কলাপাড়ার একটি আবাসিক হোটেলে থেকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে শিশু রীমাকে আরজিনার বাসা থেকে উদ্ধার করা হয়। রাসেল খান বলেন, সৎ ভাই ফেরদাউস হাওলাদার বেড়াতে আসে। পরে সে আমার মেয়েকে অপহরণ করে। আমার কাছে দুই লাখ টাকা চায়।
সখীপুর থানার অফিসার ইন-চার্জ রেজাউল করিম বলেন, অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
