নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে সখীপুর উপজেলা ছাত্রলীগ, সরকারি মুজিব কলেজ ও শহর ছাত্রলীগের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটিও ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির তিন সদস্য হলেন ইন্দ্রনীল দেব শর্মা রনি, নাহিদ হাসান শাহিন ও ফয়জুল ইসলাম নিক্সন সজিব। এই তদন্ত কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও ইলিয়াস হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রের মাধ্যমে সখীপুর উপজেলা, শহর ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন।
কিন্তু কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে।
তারা অভিযোগ করেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান একটি পক্ষের স্বার্থ উদ্ধারের জন্য নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত, লাইসেন্সকারী ভেন্ডার, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দিয়ে কমিটি ঘোষণা করেছে। ওই পকেট কমিটি কমিটি বাতিলের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আমাদের অভিভাবক। তাঁদের সিদ্ধান্ত মোতাবেক যে তদন্ত কমিটি হয়েছে তা একটি সাংগঠনিক কার্যক্রম। তদন্তে যে ফলাফল আসবে আমরা তা মেনে নেব।