নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে ১০৬২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এসব তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. ও গনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ প্রমুখ।
এছাড়া, বীর মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল প্রমুখ উপস্থিত ছিলেন।
