নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ব্যান্ডপার্টি বাজিয়ে আনন্দ মিছিল করেছে এমপি সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মঙ্গলবার বিকেলে এ মিছিলের আয়োজন করা হয়। আনন্দ মিছিলে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


মিছিলে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রফেসর আলীম মাহমুদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম খাতুন, সম্পাদক রওশন আরা রিতা, উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান লুৎফা আনোয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, এস এস কামরুল হাসান, আনছার আলী আসিফ, মো. দুলাল হোসেন, সরকার নূরে আলম মুক্তা, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র বিল্লাল শিকদার, আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক নজরুল ইসলাম নবু, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, যুবলীগের আহবায়ক এম এ সবুর, যুগ্ম আহবায়ক সজীব আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রনি আহমেদ, আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদ, সম্পাদক কামরুল হাসান আজাদ, জেলা যুবলীগ নেতা মোরশেদ মজনু, খন্দকার নজরুল ইসলাম, তপু শিকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হান্নান, যুব মহিলা লীগের সভাপতি সানজিদা শারমিন, ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আল মামুন, যুগ্ম আহবায়ক আল মাহমুদ প্রান্ত, শহর ছাত্রলীগের সভাপতি রেজভি শিকদার শান্ত, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রাকিবুল হাসান বিজয়, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। মিছিল শেষে মুখতার চত্বরে আতশবাজি উৎসব ও মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে গত সোমবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ হিসেবে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
–বার্তা ডেস্ক: