31.3 C
Dhaka
Sunday, August 17, 2025

মির্জাপুরে বাসা ফাউন্ডেশন এর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস...

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ভাষা শহীদদের স্মরণে অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

সখীপুরসখীপুরে ভাষা শহীদদের স্মরণে অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ভাষা শহীদদের স্মরণে অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) আয়োজনে উপজেলার হাতীবান্ধার তালিমঘরে মঙ্গলবার দিনব্যাপী এ সেবা দেওয়া হয়। এছাড়াও তিন শতাধিক ছানিপড়া রোগীকে অস্ত্রোপচার (অপারেশন) করার জন্য বাছাই করা হয়েছে। দুই হাজারের অধিক রোগীকে এ সেবা দেওয়া হয় বলে জানান আয়োজকরা।
এ উপলক্ষে ‘সবার জন্য কিডনি স্বাস্থ্য সুরক্ষায়’ করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মন্সুরুল আলম, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের অধ্যক্ষ এখলাসুর রহমান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ, ইউএনও ফারজানা আলম প্রমুখ। বিকেলে রোগীদের মানসিক প্রশান্তি দিতে গানের আয়োজন করা হয়।

ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬০জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী দুই হাজারের অধিক রোগীকে সেবা দেন। গত ১৯ বছর ধরে ভাষা শহীদদের স্মরণে এ সেবা দেওয়া হয়। এদিকে বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্তরে ‘দ্বিতীয় সূর্য’ নামের একটি সংগঠন তিনদিনব্যাপী বই মেলার আয়োজন করে। স্থানীয় সংসদ সদস্য এ মেলার উদ্বোধন করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles