নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নারী রাজনৈতিক ও কবি মোসলিমা খাতুনের ‘অতনু উদ্ভাস’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। সোমবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এসময় গ্রন্থের পাঠ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চর্যাপদ গবেষক ও প্রফেসর আলীম মাহমুদ। আলোচনায় অংশ নেন প্রিন্সিপাল কেবিএম খলিলুর রহমান, কবি মোসলিমা খাতুন, অধ্যাপক দেলুয়ার শিকদার, সাংবাদিক শাকিল আনোয়ার, কবি ও গবেষক তুষার হাসান, আবৃত্তিকার হারুন আল মাহমুদকালের কন্ঠ শুভ সংঘের সহ সভাপতি শামিম আল মামুন প্রমুখ।
এছাড়া এ্যাডভোকেট ফুজলুল হক আকাশ, প্রভাষক মো. আলীম মাহমুদ, ডা. সুজন আহমেদ, কবি লুৎফর রহমান, সাংবাদিক সেলিম মাহমুদ, প্রভাষক আতিকুর রহমান তাহের, কন্ঠ শিল্পী রাখাল রফিক, জুয়েল রাজ, হাবিবুর রহমান ইমন, শাকিব আল হাসানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন ।
