নিজস্ব প্রতিবেদক: সখীপুর ক্রিকেট লীগের ফাইনাল খেলায় নিউ রয়েলস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার উপজেলার সৃষ্টি সংঘ মাঠে ফাইনাল খেলায় ৬ উইকেটে তাঁরা উপজেলা রয়েলস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। স্থানীয় ঐতিহ্যবাহী সৃষ্টিসংঘ এই লীগের আয়োজন করে। খেলায় উপজেলা রয়েলস ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের টার্গেট দেয়। জবাবে নিউ রয়েলস ক্লাব প্রতিমা বংকী ৪ ইউকেট হারিয়ে ১৭ ওভার ১ বল খেলে ১৪৭ রান করে। খেলায় জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তাঁর সংগ্রহ ৪২ বলে ৮৬ রান।

খেলায় ছয়টি দল অংশ নেয়। পরে গোলাম সরোয়ার শিম্মীর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। মাঠে খেলা দেখতে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মো. শওকত আলী মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ প্রমুখ। মাঠে বিপুলসংখ্যক দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।