নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া বাজার জামে মসজিদের জমি জবরদখল করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুসুল্লিরা। শনিবার বিকেল ছয়টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুসুল্লিরা অভিযোগ করেন, প্রবাসী তিন ভাই আরিফ হোসেন, আনোয়ার হোসেন ও আলী আহমেদ সম্মিলিতভাবে মসজিদের জমির ওপর পাকা ভবন নির্মাণ করছেন। এতে মসজিদের দীর্ঘদিনের ব্যবহৃত টয়লেটের একাংশ বাসাবাড়ির দেয়ালের ভেতরে চলে গেছে।


মানববন্ধনে জবরদখল হওয়া ওই জমি উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য দেন, মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দানেজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান ওসমানী, আবদুল করিম মাস্টার, লিটন শিকদার প্রমুখ। এ সময় এলাকার মুসুল্লিসহ প্রায় শতাধিক লোক অংশ নেন।
মানববন্ধনে মুসুল্লিরা জানান, স্থানীয় আরিফ হোসেন, আনোয়ার হোসেন ও আলী আহমেদ সম্মিলিত ভাবে মসজিদের টয়লেট ঘেঁষে পাকা ভবন নির্মাণ করছেন। আমাদের কারও কাছে কোন অনুমতি না নিয়েই কাজ প্রায় শেষ করে ফেলেছে। আমরা অনতিবিলম্বে মসজিদের জমি ফেরত চাই।