নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের অর্থ-সম্পাদক ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান রিমনের বাবা আবদুর রশিদ মিয়া (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্য হয়। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে দীর্ঘ ২৪দিন ধরে ওই হাসপাতালের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বিভাগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় গ্রামের বাড়ি সখীপুর উপজেলার কালিয়ানপাড়া কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানেই তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক মাহমুদুল হাসান রিমনের বাবার মৃত্যুতে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ও সম্পাদক সাজ্জাত লতিফসহ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন।
–এসবি/সানি