নিজস্ব প্রতিনিধিঃ সখীপুর উপজেলার নকিল বিলে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকার অবৈধ দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য অফিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে অভিযান চালানো হয়। অভিযানে ৫৪ টি চায়না দুয়ারি এবং ১৫ টি কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর মুল্য প্রায় তিন লক্ষ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, নকিল বিলে অভিযান চালিয়ে অবৈধ দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এভাবে ছোট মাছ ধরলে দেশে মাছের সংকট দেখা দেবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।