নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে মুখতার ফোয়ারা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি
শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়, যুগ্ন সাধারন সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কেবিএম রুহুল আমিন, গোলাম সারোয়ার শিম্মি, নজরুল ইসলাম নবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
পরে বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।