নিজস্ব প্রতিবেদক : সখীপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ (৮) নামের এক শিশু ও ফালু মিয়া (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইন্দারজানী ভাতগড়া গ্রামে শিশু ও সকাল সাড়ে ১০টার দিকে বেড়বাড়ি গ্রামে খেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ব্যাপারে সখীপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
সখীপুর থানা সূত্র জানায়, কৃষক ফালু মিয়া তাঁর বাড়ির পাশের কাটা ধান ক্ষেতে গরু চড়াতে গেলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে গরুটি জড়িয়ে পড়লে গরু বাঁচাতে গিয়ে ওই কৃষকেরও মৃত্যু ঘটে।
নিজস্ব প্রতিবেদক : সখীপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ (৮) নামের এক শিশু ও ফালু মিয়া (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইন্দারজানী ভাতগড়া গ্রামে শিশু ও সকাল সাড়ে ১০টার দিকে বেড়বাড়ি গ্রামে খেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ব্যাপারে সখীপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
সখীপুর থানা সূত্র জানায়, কৃষক ফালু মিয়া তাঁর বাড়ির পাশের কাটা ধান ক্ষেতে গরু চড়াতে গেলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে গরুটি জড়িয়ে পড়লে গরু বাঁচাতে গিয়ে ওই কৃষকেরও মৃত্যু ঘটে।অন্যদিকে আট বছরের শিশু আবদুল্লাহ বাড়ির পাশে বেগুন খেতে খেলা করার এক পর্যায়ে ছিড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে শিশুটি আহত হয়। সন্ধ্যায় পরিবারের লোকজন শিশুটিকে ১২ কিলোমিটার দূরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবার নাম শামীম আহমেদ। শিশুটি স্থানীয় আজাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।


