বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে। সোমবার সন্ধ্যায় ফেনীতে রমজানের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মীর আমিরুল আহসান।
তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসক জালাল সাইফুর রহমানের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটি ফেনীর আকাশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হয়। পরে জেলা প্রশাসন থেকে মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেয়া হয়।
এদিকে সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করেন।
আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুলাই মোতাবেক ২৬ রমজান রাতে পবিত্র ‘লাইলাতুল কদর’ পালিত হবে।


