14.3 C
Dhaka
Monday, January 12, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে দুই গুণী শিক্ষকের স্মরণ সভা

সখীপুরসখীপুরে দুই গুণী শিক্ষকের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের কচুয়া গ্রামের প্রয়াত দুই গুণী শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কচুয়া গ্রামে কচুয়া হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত দুই গুণী শিক্ষক হলেন- বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান ও সরকারি মুজিব কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান তোজাম্মেল হোসাইন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও প্রয়াত দুই গুণী শিক্ষকই ছিলেন কচুয়া হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি।
স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান দুলাল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অবিভক্ত কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন শাহজাহান, সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, প্রভাষক নাজমুল হোসাইন খান, কচুয়া হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাইন উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমানের সহধর্মিণী মাহমুদা হাবীব, প্রয়াত তোজাম্মেল হোসাইনের সহধর্মিণী ফরিদা আক্তার শিউলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মরণ সভায় বক্তারা তাদের জীবনাল্লেখ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্রদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান তাঁরা।

 

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles