সখীপুরে দানবীর শেখ হায়েত আলী সরকারের মৃত্যুবার্ষিকী পালন

0
182

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তিনি সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, উপস্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা ছিলেন। দিনটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অপর্ণ, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমানের সভাপতিত্বে অধ্যাপক দেলোয়ার শিকদার, সহকারী শিক্ষক ইমদাদুল হক, ফজলুল হক, হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হক, মরহুমের নাতি জাকির হোসেন রাজু, শেখ মোহাম্মদ হাসনাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বার্তা ডেস্ক