সখীপু‌রে সা‌ড়ে ৪ হাজার কৃষক পেল বিনামূ‌লে সার-বীজ ‌

0
142

নিজস্ব প্রতি‌বেদক: সখীপুরে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক পর্যা‌য়ের সা‌ড়ে ৪ হাজার কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে চল‌তি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম এবং শীতকালীন পিয়াজ, মসুর, খেসারি বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপল‌ক্ষ্যে রোববার উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে এক বিতরণ অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর-বাসাইলের এমপি বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে এ সময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আ‌নোয়ার, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, আনসার আলী আসিফ , হুমায়ুন খান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।