সখীপুর পৌরসভার শহর উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

0
137

নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার শহর উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এতে সভাপতিত্ব করেন। সভায় সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ.জাকির হোসাইন, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, প্রমুখ বক্তব্য দেন। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, প্যানেল মেয়র বিল্লাল হোসেন, কাউন্সিলর সাজ্জাত হোসেন, বাছেদ শিকদার, শেফালী আক্তারসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌরসভার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি ভবিষ্যতে আরো ৭০টি রাস্তা নির্মাণ করার পরিকল্পনার কথা জানান। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পুরস্কারের জন্য সখীপুর পৌরসভা মনোনীত হওয়ায় সখীপুর সভার মেয়রকে অভিনন্দন জানান।