অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আজ বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে দলের প্রার্থী। মঙ্গলবার (২১ নভেম্বর) এ কথা জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, তৃণমূলের মতামত নিয়ে মনোনয়ন বোর্ডে প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে ৪ দিনে ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। গড়ে প্রতি আসনে মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। ফরম বিক্রি করে ৪ দিনে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা। সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩,২৪১ জন। আর অনলাইনে নিয়েছেন ১২১ জন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নবীন-প্রবীণ রাজনীতিবিদ ছাড়াও খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ৪ হাজার ২৩টি। সে তুলনায় ৬৬১টি ফরম কম বিক্রি হয়েছে এবার।
এর আগে, গত শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ৭৩৩টি।
গত বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হচ্ছে আগামী ৭ জানুয়ারি।