নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে এসএসসি-৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর নতুন কার্যকরী পর্ষদ (২০২৪-২৫) গঠন করা হয়েছে। গত শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ছাতিয়ার চালা সেগুন বাগানে অনুষ্ঠিত মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জাকির হোসেন রাজুকে সভাপতি ও প্রভাষক হাফিজুল ওয়ারেছকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ৪১ সদস্যের কার্যকরী পর্ষদ ও ৩৬ সদস্য বিশিষ্ট দাতা সদস্য করা হয়। এর আগে সংগঠনের সভাপতি ও নতুন জুরি বোর্ড সদস্য নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- জুরি বোর্ডের সদস্য হাবিবুন্নবী সোহেল, প্রভাষক হুমায়ুন কবির, রকিব তালুকদার, সাবেক কাউন্সিলর জাহিদ হাসান, নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন রাজু, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছ প্রমুখ।

কমিটির অন্যান্য পদে মনোনিতরা হলেন- সহসভাপতি প্রভাষক মনসুর আহমেদ ও নজরুল সিকদার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন ও রিপন আহমেদ, কোষাধ্যক্ষ প্রভাষক মোশাররফ হোসেন, ত্রাণ ও সমাজসেবা সম্পাদক মীর সোহেল, সাংগঠনিক সম্পাদক মার্শাল হাসান ও শরীফ সিকদার, প্রচার সম্পাদক মিজান মাস্টার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম খান, ক্রীড়া সম্পাদক রফিক আমিন, ধর্ম সম্পাদক রফিক খান এবং সাংস্কৃতিক সম্পাদক ডা. রায়হান ফকির।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ঝুমুর সিদ্দিকী, লালন সিদ্দিকী, সংগঠনের দাতা সদস্য কাউন্সিলর সাঈদ হাজারী প্রমুখ।
-এসবি/সানি