জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর হাতের কাঠের খন্ডের আঘাতে স্বামী মো: জুয়েল সিকদারের (৩৮) মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) আনুমানিক রাত দেড় টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল তিন সন্তানের জনক এবং ওই এলাকার মজনু সিকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
পরিবার সূত্রে জানা যায়, জুয়েল ঘুমন্ত থাকা অবস্থায় তার স্ত্রী মোসা. তানিয়া (৩০) একটি কাঠের খন্ড দিয়ে সজোরে মাথায় আঘাত করে। পরে জুয়েল গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্ত্রীর সাথে পূর্বের সাংসারিক ঝগড়ার জের ধরে পূর্ব-পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন পরিবারের লোকজন।
পরে ঘটনার জানাজানি হলে এলাকাবাসী নিহত জুয়েলের স্ত্রী তানিয়াকে আটক করে, পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্ত্রী তানিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এই হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত তানিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ, পরিবারের কাছে হস্তান্তর করা হবে।