17 C
Dhaka
Thursday, January 15, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

জাতীয়মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

বার্তা ডেস্কঃ 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। এবার এটি ২৪তম আয়োজন। ২২ দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। সবমিলিয়ে মেলায় ৫৫০টি স্টল থাকবে। মাসব্যাপী এই মেলা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বুধবার বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাণিজ্য মেলার উদ্বোধন করেন। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান গেটে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার গেট নির্মাণ করা হয়েছে মেট্রোরেলের আদলে। মেলাপ্রাঙ্গণ জুড়ে সরকারের বিভিন্ন উন্নয়নচিত্রও তুলে ধরা হবে।

এর আগে গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী জানান, প্রথমবারের মতো এবার অনলাইনে মেলার টিকেট কেনা যাবে। টিকিটের দাম ধরা হয়েছে ৩০ টাকা। তবে অপ্রাপ্ত বয়স্করা ২০ টাকায় টিকিট কিনতে পারবেন।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে এবছর একাদশ জাতীয় নির্বাচনের কারণে কারনে ১ তারিখে শুরু হয়নি মেলা। যদিও উদ্বোধনের দিন থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ দিন চলবে এই মেলা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের মেলায় স্থান পাবে সংরক্ষিত নারী স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়িন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন নয়টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ছয়টি ও বিদেশি প্যাভিলিয়ন ২৬টি। সবমিলিয়ে ৫৫০টি স্টল থাকবে।

মেলায় সার্বক্ষণিক নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া মেলায় থাকবে ফায়ার ইউনিটি ও মেডিকেল টিম। মেলায় সব ধরনের হকার ও ভিক্ষুক নিষিদ্ধ করা হয়েছে। ফুডকোর্টের অনিয়ম রুখতে বাধ্যতামূলক রাখতে হবে খাবারের মূল্যতালিকা।

মেলার বিভিন্ন স্থানে পাঁচটি বিশ্রামাগার থাকছে। ধূলো কমাতে পানি ছিটানো হবে। এছাড়া ইভটিজিং রোধে মেলা প্রাঙ্গণে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এছাড়া মেলায় বিভিন্ন অব্যবস্থাপনা রোধে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করবেন। মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক ও পর্যাপ্ত এটিএম বুথ থাকছে মেলায়।

মাসব্যাপী মেলায় রেডিমেড গার্মেন্টস পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য। আরও থাকবে তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধন সামগ্রী। থাকবে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও আসবাব সামগ্রী।

সূত্রঃ ঢাকাটাইমস।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles