

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে শনিবার বিকেলে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় আরিয়ান স্পোর্টিং একাদশকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ পুলিশ ক্লাব জয়লাভ করে। পুলিশ ক্লাবের পক্ষে আমিনুল ইসলাম একমাত্র গোলটি করেন। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় মো. নজরুল ইসলাম বাবু এমপি, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, সখীপুর পৌরমেয়র আবু হানিফ আজাদ, শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জুলফিকার হায়দার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

