26.5 C
Dhaka
Wednesday, July 30, 2025

বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

জাহিদ হাসান: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

৮ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক দম্পতি

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক...

সখীপুরে জাপা নেতার বাড়িতে হামলা ও তিন শতাধিক গাছ কর্তনের অভিযোগ

জাতীয়সখীপুরে জাপা নেতার বাড়িতে হামলা ও তিন শতাধিক গাছ কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জাতীয় পার্টির (এরশাদ) নেতা আয়নাল হকের বাড়িতে হামলা ও তাঁর বাগানের তিন শতাধিক গাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৯ আগস্ট আয়নাল হক বাদী হয়ে বাসাইল উপজেলার বাসিন্দা মো. কামরুল, এড. সাদেক ভূইয়া ও সখীপুর উপজেলার আবদুল বাছেদ, মো. সাদেকসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সখীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সখীপুর মৌজার সে.মে. ৩৮ খতিয়ানভুক্ত ১৪৫২ দাগের জমি নিয়ে আয়নাল হক ও মো. কামরুল পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে দায়ের করা মামলায় (মামলা নং ৪৯৫/৮৮) আয়নাল হকের পক্ষ ১৯৯১ ও ১৯৯৮ খ্রিস্টাব্দ সনে দুইবার জয়ী হয়। এ নিয়ে হাইকোর্টের আপিল বিভাগে একটি মামলা (মামলা নং ৩৬৬৩/০৯) বর্তমানেও চলমান রয়েছে।


আয়নাল হক জানান, ‘মামলা চলমান থাকা অবস্থায়ই কামরুল ও তার পক্ষের লোকজন নানাভাবে আমার পরিবারকে হুমকি ও জমিতে থাকা গাছ কেটে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছিলো। এজন্যে গত ৭ আগস্ট পরিবার ও গাছের সুরক্ষা চেয়ে সখীপুর থানায় দরখাস্ত করা হয়। এর পরের দিন প্রতিপক্ষের কামরুলসহ ৪০ থেকে ৫০ জন লোক লাঠি, দা, কুড়াল ও দারালো অস্ত্র নিয়ে জমিতে লাগালো বর্তমানে বিক্রয়যোগ্য ৩ শতাধিক গাছ কেটে ফেলে।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

অনলাইন ডেস্ক

Check out our other content

Check out other tags:

Most Popular Articles