নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আজ শুক্রবার দুপুরে বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে শাহীন স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক দরিদ্রের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক কমান্ডার মঞ্জুর কবির ভূঁইয়া, গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ (অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা), উইং কমান্ডার মোমেন (অধিনায়ক পরিচালন শাখা), উইং কমান্ডার গোলাম হোসেন (অধিনায়ক প্রশাসনিক শাখা) এবং স্কোয়াড্রন লীডার দেলোয়ার হোছাইন (অধিনায়ক- প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট) প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, প্রতিজনের জন্যে ৫ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি খেজুর ও একটি করে সাবান। এছাড়াও ১৬ টি পরিবারের মাঝে ৫০০ টাকা করে দেয়া হয়েছে।


