নিজস্ব প্রতিবেদক : সখীপুরের কাকড়াজান ও কালিয়া ইউনিয়নের অসহায় কর্মহীন ও হতদরিদ্র ৬৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন গোলাম কিবরিয়া বাদল। আজ শনিবার বড়চওনা-কুতুবপুর কলেজ মাঠ থেকে ওই দুটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধিদের মাধ্যমে এসব প্যাকেট পৌঁছে দেওয়া হয়। এর আগেও তিনি কয়েক দফা ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। তিনি বলেন, তাঁর বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবেই। গোলাম কিবরিয়া বাদল জেলা পরিষদের নির্বাচিত সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণির একজন ঠিকাদার। তিনি দেশের যে কোনো দুর্যোগে সাধারণ শ্রমজীবী ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকেন।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও সংশিষ্ট ওয়ার্ডের মেম্বার ও স্বেচ্ছাসেবকগণ।


গোলাম কিবরিয়া বাদল বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন ও ঘরে থাকার আহ্বান জানান। এছাড়াও সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান।কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার রুহুল আমিন বলেন, গোলাম কিবরিয়া বাদল ভাই একজন দানবীর ও নিবেদিত একজন মানুষ। দেশের যেকোনো দুর্যোগে তিনি সাধারণ ও অসহায় গরীবের জন্য ঝাঁপিয়ে পড়েন। এলাকার সাধারণ মানুষ কোনো বিপদে পড়লে তিনি তার বিপদে এগিয়ে আসেন।

