এতদ্বারা পুরাতন মালমাল ক্রয়কারী প্রতিষ্ঠান ও ঠিকাদারগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সখীপুর উপজেলা পরিষদের (১) বিএডিসি ড্যামেজ গোডাউন, (২) জিটিজেড সেমী পাকা রেষ্ট হাউজ, (৩) জিটিজেড জিআই ওয়ার বাউন্ডারী (৪) কার গেরেজ (৫) অভ্যন্তরীণ ড্যামেজ অফিস বিল্ডিং (৬) ড্যামেজ কিচেন রুম এবং (৭) ড্যামেজ এইচবিবি রাস্তার ইট প্রকাশ্য নিলাম ডাক আগামী ১০.০৫.২০২০খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হইবে।

নিলামের শর্তাবলী:
১। নিলাম ডাকের পূর্বে জামানত হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা (ফেরৎ যোগ্য) জমা দিয়ে নিলাম ডাকে অংশগ্রহণ করতে হবে।
২। সর্বোচ্চ নিলাম ডাককারীর ডাক গৃহীত হবে।
৩। নিলাম ডাকের সমুদয় অর্থ + ১৫% ভ্যাটসহ নগদ/চালানে নগদ জমা দিতে হবে।
৪। নির্ধারিত সময়ের মধ্যে সমুদয় অর্থ জমা দিতে/জমা করতে ব্যর্থ হলে জামানতের টাকা বাজেয়াপ্ত বলে গন্য হইবে।
৫। নিলাম ডাকের পর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ০৭(সাত) দিনের মধ্যে মালামাল অপসারণ করতে হবে।
৬। নিলাম ডাকের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
আগ্রহী প্রতিষ্ঠান/ঠিকাদারী প্রতিষ্ঠানকে ধার্য্য তারিখ ও সময়ে উপস্থিত হয়ে নিলাম ডাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
(আসমাউল হুসনা লিজা)
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি
নিলাম ডাক মূল্যায়ন কমিটি, সখিপুর, টাংগাইল।