26.2 C
Dhaka
Wednesday, October 8, 2025

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

এ যেন সত্যিকারের আসমানী

জাহিদ হাসান: আসমানীরে দেখতে যদি তোমরা সবে...

সখীপুরে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন ॥ ৮৯৫ কৃষক বাছাই

অন্যান্যকৃষিসখীপুরে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন ॥ ৮৯৫ কৃষক বাছাই

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে চলতি বোরো মৌসুমে স্বচ্ছতার মাধ্যমে সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে উপজেলায় এবার ৮৯৫ জন কৃষক বাছাই করা হয়েছে। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয় করবে সরকার।

ইউএনও ও উপজেলা ধান -চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে পরিষদের হলরুমে শনিবার দুপুরে লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ৪৫২৯ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ৮৯৫ জন কৃষক সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সা‌বেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুল আলম ফাহিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, কৃষি ও খাদ্যবিভাগের লোকজনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি ও খাদ্য বিভাগ জানায়, এবছর সখীপুরে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬৮৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। প্রতি মণ বুরো ধান এক হাজার চল্লিশ টাকায় (২৬ টাকা কেজি দরে) সরকার কৃষকদের কাছ থেকে ক্রয় করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউর হুসনা লিজা জানান, তালিকাভুক্ত ৪৫২৯ জনের মধ্য থেকে ৮৯৫ জন কৃষক লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। প্রত্যেক কৃষক নিজে ধান দিবেন এবং নিজের কার্ড অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। কার্ড হস্তান্তর বা বিক্রির তথ্য পাওয়া গেলে স্থায়ীভাবে তার কার্ড বাতিল করা হবে।

এসবি/মামুন হায়দার

Check out our other content

Check out other tags:

Most Popular Articles