27 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সরকারি নির্দেশনা অমান্য করায় সখীপুরে ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

সখীপুরসরকারি নির্দেশনা অমান্য করায় সখীপুরে ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি নির্দেশনা অমান্য করে মার্কেট খোলা রাখার অপরাধে সখীপুরে ১১টি গার্মেন্টস মালিক, ঈদ মার্কেটে আসা পাঁচজন নারী ক্রেতা ও দুই প্রাইভেটকার চালককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ও বিকেলে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলার দায়ে পেট্রল পাম্পের কাছে কাপড়ের দোকানদার রমজান আলীকে ১০ হাজার, শাড়ির দোকানদার বনবাসী রায়কে দুই হাজার, আবদুল হাকিমকে ৫০০ ও আশরাফ আলীকে ২০০টাকা, পাইলট সুপার মার্কেটের তাহিদুর রহমানকে ৫০০, আমিনুল ইসলামকে দুই হাজার, আবু সাঈদকে ২০০, যুবরাজকে ৫০০টাকা, শাহআলমকে ২০০টাকা ও শামীম টাওয়ারের আরিফুল ইসলামকে দুই হাজার ও জমশের আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ঈদ মার্কেটে আসা মাকসুদা, সায়মা, নুপুর, মালেকা ও লাকী নামের পাঁচ নারী ক্রেতাকে প্রত্যেককে ৫০০টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে মনির হোসেন ও নাফিজ নামের দুই প্রাইভেট চালককেও দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, মার্কেট বন্ধ রাখার জন্য গতকাল সোমবার রাতে মাইকিং করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালেও কয়েকদফা সতর্ক করার পরও কিছু কিছু দোকানদার সরকারি নির্দেশনা অমান্য করে গার্মেন্টসসহ টেইলার্স খোলা রাখেন। সরকারি নির্দেশনা অমান্য করায় ক্রেতা ও বিক্রেতা উভয়কে জরিমানা করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles